ব্যাপকভাবে বৃক্ষরোপণ জরুরি

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

মানুষের অত্যাচারে প্রকৃতি রুদ্র হয়ে উঠেছে। প্রকৃতির রুদ্র আচরণ থেকে পরিত্রাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ জরুরি। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠতো। পৃথিবী মরুভূমি হয়ে উঠতো। ফলে মানুষের অস্তিত্ব বিপন্ন হতো। আমাদের অস্তিত্ব রক্ষার্থে গাছের ভূমিকা অনস্বীকার্য। ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের জন্য দেশের মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র ১৭ শতাংশ। তবে বেসরকারি সংস্থাগুলো বলছে, তার চেয়েও কম। কোথাও কোথাও উঠে এসেছে, বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৯ শতাংশ। পরিবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে বৃক্ষ অন্যতম। গাছপালা বিভিন্ন উপায়ে অজান্তে আমাদেরই সহায়তা করে। তীব্র রোদ্রের সময় ছায়া দেয়। বৃষ্টিপাত রোধ এবং মাটির ক্ষয় রোধে সহায়তা করে। প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো অতীব জরুরি। এসব নানা কিছু বিবেচনাপূর্বক, সরকারকে বৃক্ষ নিধন ও পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআহসান হাবীব : প্রথিতযশা কবি, যশস্বী সাংবাদিক