ব্যাটিং এ উন্নতির রাস্তা খুঁজছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৪ মে, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে উইকেট পতনের রীতিমত মিছিল দেখা গেছে বাংলাদেশ দলের। একটা উইকেট পড়তেই যেন অন্যরা আসা যাওয়ার মিছিলে যুক্ত হয়ে যায়। এক-দুজনের বিদায় মানেই ছিল যেন গোটা ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মত। ব্যাটিংয়ের এই দুর্দশায় দুর্ভাবনার জায়গা দেখছেন রাসেল ডমিঙ্গোও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ব্যাটিং লাইন আপের কাছে বাংলাদেশ কোচের চাওয়া খারাপ সেশন মানেই যেন খুব বাজে না হয়।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ বেশ কিছু সময় লড়াইয়ের আভাস দিলেও ব্যাটিংয়ে বিধ্বস্ত হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই। বিশেষ করে দুই টেস্টেই নিজেদের দ্বিতীয় ইনিংসে। ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন বিকেলে ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ । পরদিন সকালে ১৩ ওভারের মধ্যে আরও ৭ উইকট হারিয়ে গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানের মধ্যে পড়ে যায় শেষ ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন সকালে ৭ উইকেট হারায় তারা মাত্র ১৪.২ ওভারের মধ্যে। ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তার অবকাশ আছে তা এড়িয়ে গেলেন না ডমিঙ্গো। গতকাল অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, খারাপ সেশনকে এবার খুব বাজে সেশনে পরিণত হওয়া থেকে আটকাতে চান তারা।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে পানিতে পড়ে ২ বোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধজেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিসিবি প্রধানের