ব্যাটিং অনুশীলনটা ভালই সারলেন ব্যাটসম্যানরা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ড সফরে সবচাইতে বেশি হতশ্রী ছিল বাংলাদেশের ব্যাটিং। শ্রীলংকায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ভাল করলেও দ্বিতীয় ম্যাচে আবার সেই ব্যাটিং ব্যর্থতা। ফলে দলে টেনশনের নাম ছিল ব্যাটিং। সে ব্যাটিং দুশ্চিন্তা দুর করার ইঙ্গিত দিল ব্যাটসম্যানরা। গতকাল নিজেদের ম্যধকার প্রস্তুতি ম্যাচে ছয় ব্যাটসম্যান করেছেন হাফ সেঞ্চুরি। তারা হলেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন। সাকিবের ব্যাট থেকে আসে ২৮ রান। যদিও এই প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে তামিমের লাল দল। যদিও জয় পরাজয়েল চাইতে ব্যাটসম্যানদের পরীক্ষাটাই বড় ছিল এই ম্যাচে। আর সে পরীক্ষায় বেশ ভালই পাশ করেছেন ব্যাটসম্যানরা। বিকেএসপিতে অনুষ্ঠিত ৪৫ ওভারের ম্যাচে তামিম ইকবালের লাল দলের বিপক্ষে ৩ উইকেটে ২৮৪ রান করেছিল মাহমুদউল্লাহর সবুজ দল। জবাবে ৪ ওভার আগেই ৫ উইকেটের বড় জয় তুলে নেয় তামিম ইকবালের বিসিবি লাল দল। সবুজ দলের তিন ব্যাটসম্যান সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ এবং আফিফ হোসেন তুলে নেন হাফ সেঞ্চুরি। সৌম্য সরকার ৬০ রান করতে ৭০ বল খেললেও মাহমুদউল্লাহ এবং আফিফ যথাক্রমে ৬২ এবং ৬৪ রান করেছেন মাত্র ৫৪ বল খেলে। সাকিব অবশ্য বড় স্কোর করতে পারেনি। ২০ বলে ২৮ রান আসে সাকিবের ব্যাট থেকে। বল হাতে সুবিধা করতে পারেননি মোস্তাফিজও। ৭ ওভার বল করে ৪৮ রান দিয়ে ছিল উইকেট শূন্য। যদিও স্বীকৃত বোলাররা তেমন কেউই ভাল করেেত পারেনি। কেবল মেহেদী হাসান নিয়েছেন ২টি উইকেট।
তামিমের দলেও চলেছে ব্যাটসম্যানদের মধ্যে প্রতিযোগিতা। সে প্রতিযোগিতায় এগিয়ে অধিনায়ক তামিম। দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ৫৮ বলে ৭টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম। অবশ্য তাকে বেশ ভালভাবেই অনুসরন করেন মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ৬৪ রান। ৫৫ বলের এই ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিল ২টি ছক্কার মার। তবে লিটন দাশ পারেননি নিজের ব্যাটকে হাসাতে। নাহয় টপ ব্যাটসম্যানদের সবাই রান পেয়েছেন। মোসাদ্দেক, মেহেদী হাসান, সাইফউদ্দিনরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে তাদের ২৮, ২৪ এবং ২৬ রানের ইনিংস গুলো দলের জয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। যদিও এই ম্যাচে দলের বোলাররা মোটেও নিজেদের মেলে ধরতে পারেনি। দুই ইনিংসে ৮টি উইকেটের পতন ঘটলেও মোস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন, শহীদুল, মেহেদী হাসান মিরাজ কেউই উইকেটের দেখা পাননি। দলে জায়গা পাওয়া চার পেসারের মধ্যে কেবল শরিফুল পেয়েছেন একটি উইকেট। তার পরও এই পারফরম্যান্স শ্রীলংকার বিপক্ষে সিরিজে বজায় রাখতে পারলে সিরিজ জেতা নিশ্চয়ই কঠিন হওয়ার কথা নয়। আর সেটাই চায় বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধএবার শেয়ার ব্যবসায় নামছেন সাকিব
পরবর্তী নিবন্ধনিজেদের মাঠে বাংলাদেশ বিপজ্জনক : ইসুরু উদানা