নিজেদের মাঠে বাংলাদেশ বিপজ্জনক : ইসুরু উদানা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নিজেদের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সেটা বিশ্বের অনেক দলই বিশ্বাস করেন। আর সে পথ অনুসরণ করলেন শ্রীলংকার পেসার ইসুরু উদানাও। লংকান এ পেসার বললেন ঘরের মাঠে বাংলাদেশ দল ‘খুব’ বিপজ্জনক প্রতিপক্ষ। নিজেদের মাঠে ক্রিকেট বিশ্বের সব সময়ে শক্তিশালি তিন দল; পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৬ সালে টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ডকে। পরের বছরই একই ফরম্যাটে একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ঘরের মাঠের সুযোগ শতভাগ কাজে লাগিয়ে ক্রিকেটে বিশ্বে ইতোমধ্যেই নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করেছেন সাকিব-তামিম-মুশফিকরা। সেকারণেই ইসুরু উদানার চোখে বাংলাদেশ বিপজ্জনক। এবং তাদের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে। গতকাল বৃহস্পতিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে এ কথা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং অনুশীলনটা ভালই সারলেন ব্যাটসম্যানরা
পরবর্তী নিবন্ধফিলিস্তিনকে মুক্ত করার আহবান জামাল ভূঁইয়ার