বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

| রবিবার , ২২ মে, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে গত ২০ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত দুই কোটি টাকার বিশেষ অনুদান বিভাজন ও বিলি বন্টনের প্রাপ্ত অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়ার ব্যবস্থাপনায় বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন ও চেক বিতরণ করা হয়।

এতে মহানগর ও রাউজানের বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উত্তম কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, তাপস কান্তি বড়ুয়া, লায়ন মৃণাল কান্তি বড়ুয়া, বাপ্পি কুমার বড়ুয়া, জ্যোতিষ বড়ুয়া, বিরু বড়ুয়া, কনক কুমার বড়ুয়া, জনি মুৎসুদ্দী, সত্যজিত বড়ুয়া, নীতিশ কান্তি বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, ক্ষিতিস বড়ুয়া, পুতুল বড়ুয়া, বিজয়ন বড়ুয়া, পিকলু বড়ুয়া, বিপ্লব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মঙ্গল প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা এবং পদ্মা সেতু
পরবর্তী নিবন্ধউদীচী নিপীড়িত শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাবে