‘বোয়ালখালী পৌরসভা হবে নান্দনিক’

| শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার উদ্যোগে পূর্ব কালুরঘাট সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২৭ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সিরাজুল হক, সুনিল চন্দ্র ঘোষ, হাজী মো. নাছের আলী, মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহ প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ। শেষে মোনাজাত করেন কার্য সহকারী মনিরুল ইসলাম হোসাইনী।

এ সময় পৌরমেয়র জহুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ স্লোগানে পৌরসভাকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। একজন মানুষ প্রথমে সৌন্দর্য দেখেই পৌরসভাকে মূল্যায়ন করবে। এ কারণে আমরা পৌরসভাকে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এবং বাস্তবায়ন শুরু করেছি। কালুরঘাটের আগের সেই অপরিষ্কার দৃশ্য এখন আর নেই, এখন সেখানে বিভিন্ন ধরণের ফুল শোভা পাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদয় দোলায়, দোলাও আমারে, তোমারই হিয়ার মাঝে – মীরা
পরবর্তী নিবন্ধহাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের যাত্রা শুরু