বোয়ালখালীতে ফের চালু হচ্ছে বিআরটিসি বাস

পরিদর্শন টিম আসছে আজ

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দীর্ঘ ৭ বছর পর আবারো বাস সার্ভিস সেবার সুযোগ পাচ্ছে বোয়ালখালীবাসী। নামানো হচ্ছে বিআরটিসির আপাতত চারটি বাস। সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা এখানকার সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করবেন আজ।
জানা যায়, এক সময় বোয়ালখালীর সড়ক-উপ-সড়কগুলোতে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস মিনিবাস চলাচল করতো। কালুরঘাট ব্রিজের সীমাহীন যানজট ও অভ্যন্তরীণ সড়কগুলোর দুরবস্থাসহ নানাবিধ কারণে পর্যায়ক্রমে আস্তে-আস্তে কোথায় উধাও হয়ে যায় এসব বাসগুলো। ২/১ টা যাও অবশিষ্ট ছিল ২০১৩ সালে এসে তাও একেবারে বন্ধ হয়ে যায় ১৯৭৯ সালে চালু হওয়া জনগুরুত্বপূর্ণ এ লাইনের বাস সার্ভিসটি। এ সুযোগে সড়কে নামে দেশীয় তৈরি সিএনজি চালিত টুকটুকি আর অটো রিকশাগুলো। এখন এখানকার প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য এসব যানবাহনগুলো অন্যতম ভরসা। বিআরটিসির লোকজনের পরিদর্শনের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ১৯ মৃত্যু নতুন শনাক্ত ১৮৮৪
পরবর্তী নিবন্ধস্থবিরতা মুছার প্রত্যয়