বোয়ালখালীতে কাউন্সিলর হলেন যারা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তারেকুল ইসলাম (ব্রিজ)। তার প্রাপ্ত ভোট ২৭৩২, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর শাহজাদা এস এম মিজানুর রহমান (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮৩৬ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ৬৬৪০। কাস্টিং ভোট ২৭৫১।
২নং ওয়ার্ডে মোহাম্মদ সিরাজুল হক (উটপাখি) ১২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফ মঈন উদ্দিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮২৪ ভোট। এ ওয়ার্ডে মোট ভোট ৬৮১৪, কাস্টিং ভোট ৩৫৪১।
৩নং ওয়ার্ডে আরিফ উদ্দিন জুয়েল (ড্রয়ার) পেয়েছেন ২২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুলকাশেম (ডালিম) পেয়েছেন ৩৮৪ভোট। এ ওয়ার্ডে মোট ভোট ৫১০৮, কাস্টিং ভোট ২৭৮৫।
৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ (টেবিল ল্যাম্প) ১০৩৪ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ (ব্ল্যাক বোর্ড) পেয়েছেন ৪৫৪। এ ওয়ার্ডে মোট ভোটার ৫৩৯৫, কাস্টিং ভোট ২৭৪০।
৫নং ওয়ার্ডে মো. ইসমাঈল হোসেন চৌধুরী আবু (উটপাখি) ১০৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান চৌধুরী (টেবিল ল্যাম্প) ৮৩২ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ৫২৫০, কাস্টিং ভোট ৩০৪০।
৬নং ওয়ার্ডে হাজী মো. নাছের আলী (ডালিম) ১৮০০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তৈয়ব (উটপাখি) পেয়েছেন ১১৫২ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ৫০৭৮, কাস্টিং ভোট ২৯৮৪।
৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. মাহমুদুল হক (ব্ল্যাক বোর্ড) ৯৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সোলায়মান (উটপাখি) পেয়েছেন ৯৭৮ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ৭৪৬১, কাস্টিং ভোট ৩৯৪৬।
৮নং ওয়ার্ডে মোহাম্মদ পারভেজ (ডালিম) ১২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজুল ইসলাম (উটপাখি) পেয়েছেন ১২৩৭ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ৫৯৩১। কাস্টিং ভোট ৩২০৫।
৯নং ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্রিজ) ১০৬২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার পেয়েছেন (ঢেঁড়শ) ৮৬৯। এ ওয়ার্ডে মোট ভোটার ৮৬০৫, কাস্টিং ভোট ৪২০৩।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১,২,৩ এ রেবেকা সুলতানা মনি (আনারস) ৫৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসতেক জাহান (টেলিফোন) পেয়েছেন ৩৩৮২। এ তিন ওয়ার্ডে মোট ভোটার ১৮৫৬২। কাস্টিং ভোট ৯০৭৭।
ওয়ার্ড ৪,৫,৬ এ জোবাইদা বেগম (আনারস) ৪১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনা দে (জবাফুল) পেয়েছেন ২৬৮৯ ভোট। এ তিন ওয়ার্ডে মোট ভোটার ১৫৭২৩, কাস্টিং ভোট ৮৭৬৪।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭,৮,৯ এ শাহনাজ পারভীন নিলু (চশমা) ৭৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা আকতার (আনারস) পেয়েছেন ৩৯৮০ ভোট। এ তিন ওয়ার্ডে মোট ভোট ১৮৩৩০, কাস্টিং ভোট ১১৩৪৫।

পূর্ববর্তী নিবন্ধইউপি নির্বাচনে কে কত ভোট পেলেন
পরবর্তী নিবন্ধচকরিয়া ও মহেশখালীতে নৌকার প্রার্থীই পুনরায় মেয়র