চকরিয়া ও মহেশখালীতে নৌকার প্রার্থীই পুনরায় মেয়র

পৌর নির্বাচন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। ১৮টি কেন্দ্রের ফলাফলে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১,৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৯,৭৬২ ভোট। ভোটের ব্যবধান ১১,৭২৮ ভোট।

এদিকে মহেশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মকছুদ মিয়া পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। আমাদের মহেশখালী প্রতিনিধি জানান, গতকাল মহেশখালী উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আলহাজ্ব মকছুদ মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৭,০০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজম নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫,৪৫৮ ভোট। ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে আলহাজ্ব মকছুদ মিয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ এ ফলাফল ঘোষণা করেন।
চকরিয়া প্রতিনিধি জানান, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮ কেন্দ্রের ফলাফল পাওয়ার পর গতকাল সোমবার রাতে উপজেলা পরিষদ কমপ্লেঙ হলরুমে কেন্দ্রভিত্তিক মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী এবং বিজিতদের ফলাফল ঘোষণা করেন। তনটি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম, ফোরকান আরা বেগম ও আঞ্জুমান আরা বেগম। অপরদিকে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে এম নুরুস শফি, সাইফুল ইসলাম হিমু, ইফতেখারুল ইসলাম হানিফ, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, আবদুস সালাম, নুরুল আমিন, মুজিবুর রহমান, বেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে কাউন্সিলর হলেন যারা
পরবর্তী নিবন্ধকাউন্সিলরের স্বাক্ষর জাল করে জাতীয়তা সনদ প্রদান