ইউপি নির্বাচনে কে কত ভোট পেলেন

সন্দ্বীপ টেকনাফ পেকুয়া

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সন্দীপ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যাহ, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধারা, হারামিয়াসহ ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৯৬ জন, সাধারণ মেম্বার পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জনসহ আওয়ামী লীগের ১০ জন প্রার্থী জয়লাভ করেন। এছাড়া দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।
আমাদের সন্দ্বীপ প্রতিনিধি জানান, গাছুয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আবু হেনা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৪২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৮৮০ ভোট। রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফরিদুল মাওলা (কিশোর) পেয়েছেন ২৬৩১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল পেয়েছেন ৬৭৫ ভোট।
আজিমপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ রকি আনারস প্রতীকে পেয়েছেন ৬৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ পেয়েছেন ৪০২ ভোট। মাকসুদূর রহমান পেয়েছেন চশমা প্রতীকে ২৮৭ ভোট। মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৮৪০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাঈল হোসেন মনি পেয়েছেন ৩৪৪ ভোট।
মুছাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের (নাদিম) সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইদ্রিস আলমকে পরাজিত করেন বলে জানান আবুল খায়ের নাদিমের প্রধান নির্বাচনী এজেন্ট আরিফুল ইসলাম আরজু। হরিশপুর ইউনিয়নে আওয়ামীলীগের আবুল কাশেম মোল্যা নৌকা প্রতীকে ২০২৮ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম আনারস প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট।
আমানউল্যা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম আনারস প্রতীকে ১৮৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম নওশাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাদাত চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সন্তোষপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন(জাফর) নৌকা প্রতীকে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম আনারস প্রতীকে পেয়েছেন ১৮৩৪ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন বাউরিয়া ইউনিয়ন থেকে সাবেক এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর ছেলে ও বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতার ছোট ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, সারিকাইত ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম (পনির), মগধরা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
টেকনাফে যারা বিজয়ী হলেন : টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফের বেসরকারি ফলাফলে জানা যায়, সাবরাং ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর হোসেন ( আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সোনা আলী। টেকনাফ সদর ইউনিয়নে ৯ হাজার ৪৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান জিহাদ ( মোটর সাইকেল)। ৭ হাজার ৯৫২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া (চশমা)। এখানে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু ছৈয়দ ১৮৬৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
হ্নীলা ইউনিয়নে ১০ হাজার ২৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রাশেদ মাহমুদ আলী। ৭ হাজার ২৫৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হোসেন সুভন ( আনারস)। ২ হাজার ৫৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন ( মোটর সাইকেল)। গতকাল রাতে এ রিপোর্ট লেখার সময় হোয়াইক্যং ইউনিয়নে এগিয়ে ছিলেন কঙবাজার জেলা জামায়াত আমীর নূর আহমদ আনোয়ারী (চশমা)। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আজিজুল হক (নৌকা)। এরমধ্যে হোয়াইক্যং ইউনিয়নের একটি ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।
টইটংয়ে জাহেদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত : পেকুয়া প্রতিনিধি জানান, পেকুয়া উপজেলার টইটং ইউপি নির্বাচন উৎসবমূখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন। তার প্রতীক ছিল চশমা। ১৮ হাজার ৬ শত ১২ জন ভোটারের মধ্যে ১২ হাজার ২ শত ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে মোট ৭২%। তৎমধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জাহেদুল ইসলাম চৌধুরী ৮ হাজার ২ শত ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৯ শত ৮৫ ভোট।
এদিকে সাধারণ পুরুষ সদস্য পদে ১ নং ওয়ার্ডে মো: আবদুল জলিল, ২ নং ওয়ার্ডে আবুল কালাম, ৩নং ওয়ার্ডে মনজুর আলম, ৪ নং ওয়ার্ডে মৌলভী আবদুল হক, ৫ নং ওয়ার্ডে আবু ওমর, ৬ নং ওয়ার্ডে ফয়সাল আকবর, ৭ নং ওয়ার্ডে শাহাব উদ্দিন সিকদার, ৮ নং ওয়ার্ডে কাইসার মোহাম্মদ ইলিয়াছ রোকন ও ৯ নং ওয়ার্ডে নুরুল আবসার নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে দিলোয়ারা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে রোজিনা আক্তার, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে আয়েশা মোনাফ নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যের গাড়িচালক মালেকের ৩০ বছরের সাজা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে কাউন্সিলর হলেন যারা