বোধন আবৃত্তি স্কুলের সুবর্ণ ৫৭ আবর্তনের জাগো সুন্দরের নান্দনিক পরিবেশনা

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

গত ১ জুলাই শুক্রবার বোধন আবৃত্তি স্কুলের ‘সুবর্ণ ৫৭’ আবর্তনের ‘জাগো সুন্দর’ শীর্ষক আবৃত্তির অনুষ্ঠান নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়। আবর্তনের প্রশিক্ষণার্থীরা একক আবৃত্তি পরিবেশন করে। এবারের সুবর্ণ ৫৭ আবর্তনের প্রশিক্ষণার্থী শ্যামলী চৌধুরী, শ্রাবণী মল্লিক, নেভী দে, অনন্যা বড়ুয়া, মিতু দেব, বৃষ্টি দেব, প্রিয়া দেব, বৈশাখী বড়ুয়া, নিতু দাশ, দিবা বড়ুয়া ও জুঁই একক আবৃত্তির পরিবেশন করে। এ পর্যায়ে কথামালায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, জসিম উদ্দিন।
এছাড়া একক আবৃত্তিতে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী লিমা চৌধুরী, শংকর প্রসাদ নাথ, পূর্ণা দাশ, ফারজানা চৌধুরী, এ বি এম আলবেরুনী, ইভান পাল, হাসিবুল ইসলাম শাকিল, আবৃত্তিশিল্পী সুচয়ন সেনগুপ্ত ও অনন্যা পাল।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যবধান’
পরবর্তী নিবন্ধস্পেনে পুরস্কৃত বাঁধন