বোধনের পথ আবৃত্তি

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে আমতল শাহ্‌ আমানত মার্কেট প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি সকালে শহিদদের স্মরণে পথ আবৃত্তির আয়োজন করে। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পর পথ আবৃত্তির অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন, বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন-শিমুল নন্দী, জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, তৈয়বা জহির আরশি, রাজিউর রহমান বিতান, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, যশস্বী বণিক, সন্দিপন সেন একা, সুতপা মজুমদার প্রমুখ।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, অনুকা গুহ, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী, উম্মে সালমা নিঝুম। আমন্ত্রিত কবিদের মধ্যে কবিতা পাঠ করেন জসীম মেহবুব, নান্টু বড়ুয়া, আশীষ সেন ও উৎপলকান্তি বড়ুয়া। রমিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে চারদিন ব্যাপী ওপেন ডে
পরবর্তী নিবন্ধদেশে প্রথমবারের মত স্মার্ট টেলার মেশিন নিয়ে এলো ইউসিবি