বৈরাগী মন

শিরিন আক্তার আইভি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

যেখানে নেই কোনো হিসাব যোগবিয়োগের,

থাক না অতলেই অযাচিত অভিমান, অভিযোগের!

গতানুগতিক সবার মতোই সেখানে অযথা অবস্থান,

অকারণ মনের প্রতিনিয়ত ক্ষরণের

হোক না অবসান!

অনিশ্চিত ভবিষ্যতে দেখা হবারও

নিশ্চয়তাবোধক বাক্যের প্রলেপ যেখানে প্রলাপ,

অপেক্ষায় শিহরিত প্রতিটিক্ষণ কল্পনায়

কি দরকার আর হাজার আলাপ!

দ্বিধা, দ্বন্দে সুর কেটে যাওয়া ছন্দে আউলা

আজ বাউলা গান,

উদাসী বাতাসে ছন্নছাড়া পথহারা বৈরাগীর মন করে তবুও আনচান!

এ কেমন বাঁধন, শুধুই জ্বালাতন তবুও অদ্ভুত শিহরণ,

ছিন্ন করতে পিছুটান তৎপর বিভিন্ন অকারণ কারণ।

তবুও মায়ার টানে, দূরে গিয়েও বারবার কাছে আনে,

যায়না কিছুতেই ভুলে থাকা, এ যাতনা

কেবল মন জানে।

একটা ঝড়, মনের গহীনের শিকড় বাকর,

উপচে তুলে যদি হতো চিরদিনের পর।

পোড়া মনে দমন হতো শত পীড়নের বাঁধন,

তবুও জানি তারেই খুঁজবে দুই নয়ন, চঞ্চল এ মন!

পূর্ববর্তী নিবন্ধসচেতন হই, দেশ রক্ষা করি
পরবর্তী নিবন্ধতুমিই বাংলাদেশ