বৈধপথে বিদেশ গমন গুরুত্বপূর্ণ

অনিবাসী বাংলাদেশিদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ সভা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেছেন, বর্তমানে ১ কোটি ৩০ লক্ষ প্রবাসী রয়েছেন। প্রবাসীরা বিগত অর্থবছরে ১৮ কোটি বিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ বছর ২০ কোটি বিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্সের টার্গেট রয়েছে। প্রবাসীরা বাংলাদেশের বেকারত্বের সমস্যা দূর করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তর বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের যৌথ উদ্যোগে অনিবাসী বাংলাদেশিদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য উপস্থাপন করেন। তিনি আরো বলেন, বৈধপথে বিদেশ গমনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পন্থা না জানার কারণেই অনেকে যাত্রাপথে বিপদগ্রস্ত হয় এবং অভিবাসনের প্রক্রিয়াটি থাকে ত্রুটিপূর্ণ। এতে কর্মীর পাশাপাশি দেশও বঞ্চিত হয় মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন থেকে।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শাহানারা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাবেদ ইসলাম, সুদীপ্তা চৌধুরী, অপর্ণা সূত্রধর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের জনশক্তি জরিপ কর্মকর্তা আনার কলিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিশোরের ব্যাগে ৪০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে