বেড়েই চলেছে সংক্রমণ

চট্টগ্রামে শনাক্ত আরও ৩৬৮, মৃত্যু ৩ জনের ।। উপজেলায় সর্বোচ্চ রোগী সীতাকুণ্ডে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষায় নতুন আরও ৩৬৮ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ২২৬ জন এবং ১২ উপজেলার ১৪২ জন। আগের দিন ২৮ জুন চট্টগ্রামে শনাক্ত হয়েছিল ৩২৭ জন। চট্টগ্রামে শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৮ হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরীর ৪৫ হাজার ৫৮৩ জন এবং উপজেলার ১২ হাজার ৭৮২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর একজন ও উপজেলার ২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৯১ জন। এতে শহরের বাসিন্দা ৪৭০ ও উপজেলার ২২১ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ছিল সীতাকুণ্ডে ৩৩ জন। এছাড়া ফটিকছড়িতে ২৮, মীরসরাইয়ে ২১, রাউজানে ১৯, হাটহাজারীতে ১৫, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৬, পটিয়ায় ৫, সাতকানিয়া ৪, বাঁশখালী ৩ ও আনোয়ারায় ১ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ মাসের প্রথম ২৮ দিনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই থেকে গণটিকা শুরু : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ : তদন্ত কমিটি