বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল চবি শিক্ষার্থী

চবি প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

পাঁচ বন্ধু মিলে সিলেটের ভোলাগঞ্জ গিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ জুনায়েদ। আনন্দচিত্তে ফেরার পরিবর্তে পরিবারের কাছে লাশ হয়ে ফিরলো এই শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জের লেকের পানিতে পড়ে পাথরের আঘাতে প্রাণ হারিয়েছে জুনায়েদ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বন্ধুদের সঙ্গে লেকের পানিতে আনন্দ করার সময় হঠাৎ স্রোতে ভেসে যায় ওই শিক্ষার্থী। দীর্ঘ আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জুনায়েদের বন্ধু শরিফ মহিউদ্দিন বলেন, আমরা ৫ জন সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ওয়াটার টিউবে করে লেকের পানিতে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তীব্র এক স্রোতের ধাক্কায় সে ও আমি পানিতে পড়ে যাই। এসময় আমি উঠে আসতে সক্ষম হলেও সে তলিয়ে যায়। তিনি বলেন, দীর্ঘ আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। এসময় তীব্র স্রোতের ধাক্কায় পানির নিচে থাকা পাথরে আঘাত পেয়ে জুনায়েদের মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসড়ক নিরাপত্তায় কার্যক্রম শুরু করেছে চসিক