বেশি দামে ফ্যান বিক্রি তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর জুবিলী রোডস্থ রাইফেল ক্লাব এলাকায় বেশি দামে ফ্যান বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাইফেল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আনিসুল ইসলাম।

এসময় একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত খাবার প্রক্রিয়াজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আনিসুল ইসলাম জানান, তীব্র তাপদাহ এবং লোডশেডিংয়ের কারণে মানুষ চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কেনার জন্য ঝুঁকছে। এসব ইলেকট্রনিক্স পণ্যে গ্রাহকদের কাছ থেকে যাতে বেশি দাম আদায় করা না হয় সেজন্য আজ (গতকাল সোমবার) রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়। এসময় রিচার্জঅ্যাবল ফ্যান ক্রয়বিক্রয়ের ভাউচারে দামে অসামঞ্জস্য ও বেশি দামে ফ্যান বিক্রির দায়ে মেসার্স শাহ জালাল ইলেকট্রনিক্স ২০ হাজার টাকা, এস এইচ ইলেকট্রনিক্স ৫ হাজার টাকা, লুক ইলেকট্রিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাপানের অভিজ্ঞতা দেশের উন্নয়নের পথপ্রদর্শক : মেয়র রেজাউল
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশনের প্রবাস স্কিমে প্রবাসীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে