বেদনার উপসংহার

মাহমুদা মৌ | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

ভালোবাসার প্রতিশব্দ যদি বেদনা হয়
তবে আমি বেদনা’ই চাই।
মধ্যরাতের বর্ষা কিংবা পূর্ণিমা রাতে
ক্লান্ত উচ্ছ্বসিত জোড়া চোখে
পত্র কিম্বা দূরালপনীতে
অলৌকিক ছোঁয়ায়, কান্না অথবা মায়াতে
বেদনার পংক্তিমালা চুমুকে চুমুকে
জীবনব্যাপী পান করতে চাই;
একান্ত সঞ্চয়ে রাখতে চাই
দীর্ঘ পথ যাত্রায় যদি ক্লান্ত পরিশ্রান্ত হই-
সম্ভাবনাময় বিরহের কাছে অগাধ বিশ্বাস
রেখেই উপসংহার টানতে চাই ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাত্যহিক
পরবর্তী নিবন্ধনন্দী এখন লক আপে