নন্দী এখন লক আপে

সংগীতা স্বপন | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

নন্দী বাবু ফন্দি এঁটে
সাধের ঢাকা শহরে
অচল জীবন সচল করে
গাড়ি-ঘোড়ার বহরে।

দারোয়ানের পেশায় ঢুকে
নেই তো কোনো অভাবে।

নয়ে-ছয়ে পকেট ভারি
বাবুয়ানা স্বভাবে।

ডজন খানেক বাড়ি এবং
গাড়ি আছে স্বদেশে।
ঠুনকো বিষয় ঘুরতে যাওয়া
হর-হামেশা বিদেশে।

নাদুস নুদুস হলো তাঁরই
জীর্ণ-শীর্ণ দেহখান।
বিদেশ ঘুরে দামি ব্র্যান্ডের
হুইস্কি-বিয়ার নিত্যখান।
দামি পোশাক পরে তিনি
সাহেব-বাবু বনে যান।

লোকের চোখে ধোঁকা দিয়ে
সমাজ জুড়ে বাড়ায় মান।
আজব শহর ঢাকায় গিয়ে
ভাগ্য খুলে ফানুসে।

অবাক হয়ে ধাঁধায় পড়ে
গাঁ-গেরামের মানুষে।
নন্দী হাঁকায় দামি গাড়ি
থাকেন উঁচু দালানে।
অবশেষে পড়লো ধরা
হিরোইনের চালানে।
নাম বেনামে টাকার খনি
সন্ধান মেলে চেক আপে।
অন্ধকারে বন্দি জীবন
নন্দী এখন লক আপে।

পূর্ববর্তী নিবন্ধবেদনার উপসংহার
পরবর্তী নিবন্ধঅনুভূতির অনুভব