প্রাত্যহিক

সুবর্ণা দাশ মুনমুন | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

দিনের শুরুতে অলকানন্দা ভোর,
ভোরের পিছনে মেঘলা বৃষ্টি দিন
বৃষ্টিরা মরে, পড়ে থাকে জল হয়ে,
শোধ করে যায় গত জন্মের ঋণ।
তবুও ঘরের ফুটো ধরে আসে আলো,
নতুন স্বপ্নে ভরাতে চোখের মাঠ,
মাঠের কিনারে পড়ে থাকা বিচুলিতে,
গোধূলি নামে, বসে সন্ধ্যার হাট।

সন্ধ্যা পেরোতে সামনে এগোয় রাত,
রাতের আঁধারেও চলে জীবনের গল্প,
তার কিছু চলে নিয়তির গা ঘেঁষে,
কিছু বা সুখের গাঁটছড়া বাঁধে অল্প।
কত স্মৃতি কত মধু যাপনের গল্প,
রোজ ফিরে যায় জীবনের গা ঘেঁষে,
তার কিছু ঝরে মসৃণ ঠোঁট বেয়ে,
বেলা শেষে কিছু চোখের জলেতে মেশে।

পূর্ববর্তী নিবন্ধআলো আসবেই
পরবর্তী নিবন্ধবেদনার উপসংহার