বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের বার্ষিক সম্মেলন

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের বার্ষিক প্রীতি সম্মেলন গত ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের শেখ মতিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। সমিতির যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় বার্ষিক সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন পিলু। বার্ষিক প্রীতি সম্মেলনে অতিথি ছিলেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকছুদ আলম, চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (অর্থ) মোহাম্মদ মোশাররফ হোসেন, নৌ বাহিনীর কমান্ডার নূর এ আলম ছিদ্দিকী, প্রকৌশলী স্বপন কুমার সরকার, অধ্যাপক মনোয়ারা সুলতানা, কর্ণফুলী গ্যাস লি. এর ব্যবস্থাপক বাবু মনোরঞ্জন দাশ, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার, পুষ্টিবিদ হাছিনা আক্তার লিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ডা. মোজাম্মেল হক শারিফী, ডা. শংকর কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আসাদুজ্জামান মৃধা, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, সমাজসেবা সম্পাদক দেওয়ান মনছুর আলম, সদস্য ডা. এম এ মতিন, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, আজিজুল হক রাজু, রওশন আরা চৌধুরী, সাইফুল করিম আরিফ, মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। সম্মেলনে চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর ঢাকার অধিবাসীর উপস্থিতিতে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্র্যামি অ্যাওয়ার্ডসে বিয়ন্সের ইতিহাস
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা