বৃষ্টি নামুক অঝোর ধারায়

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

বৈশাখী প্রকৃতি জুড়ে প্রচণ্ড খরা

বুকের ভেতরটা যেন মরুভূমি,

জলের তেষ্টা প্রবল।

তরমুজের বাজার চড়া,

রসালু এই ফল খেয়ে

গরমে কী তৃপ্তি খুঁজবে মানুষ?

থোকা থোকা আমগুলো দুলছে

মধুমাসের অপেক্ষায়!

বৃষ্টিহীনতায় পুড়ছে ফসলের মাঠ,

পৃথিবীর জরাজীর্ণ জীবগুলো

আরও জীর্ণশীর্ণ হচ্ছে ;

সজীবতা হারাচ্ছে কিশলয়,

বিপন্ন ভালোবাসার গোলাপ!

বৃষ্টি হওয়া ভীষণ জরুরি

ঝুম বৃষ্টি….

বৈশাখী মেঘের কাছে

জল ভিক্ষে চাওয়া বোকামি,

জল তো মেলে না

উল্টো কালবৈশাখীর তাণ্ডব

তছনছ করে দেয় সব;

তবু বৃষ্টি নামুক

অঝোর ধারায়….

তপ্ত পৃথিবী জুড়ে,

তৃষিত হৃদয়ের আঙিনায়।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধকাল আজকাল