বৃক্ষ পুরাণ

আশীষ সেন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বীজ সুপ্ত ছিলো খোলের ভিতর
যত্নে আদরে মাটির বুকে দিলাম পুঁতে।
বসুন্ধরা মমতার চাদরে জড়িয়ে
হাত বাড়িয়ে নিলো তাকে,
চলে হৃদয়ভরা ভালোবাসার
বৃষ্টির জলে,
তার প্রতিদিনের স্নান।

বীজ হলো অঙ্কুরিত বাড়লো শিকড়,
জন্মের মুহূর্তে কাঁদলো শিশুগাছ
তারপর শুরু হোল তার বৃক্ষ হবার গল্প।

খোঁজ রাখিনি অনেক বছর, কখন তার
চোখ ফুটল
কখন সংসার পেতে
বৃক্ষ হলো
খোঁজ রাখেনি বীজ।

বৃক্ষ এবার পিতা হবে, হবে মাতাও
বীজের ভেতরে বৃক্ষ এবং বৃক্ষের ভেতরে বীজ
কী এক চমৎকার কাণ্ড।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্থানপথ
পরবর্তী নিবন্ধবাসন্তী ঝলকের কবি