প্রস্থানপথ

ঋষিণ দস্তিদার | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

একটা মই হাতে তোমার ছায়া
পাহাড়ের বুকে বিঁধে আছে

তন্দ্রাভূক পাখায় পাখায়
অযুত রেণুর ডায়াস্পোরা

চাঁদের গায়ে হেলান দিয়ে তবু
শাদা জ্বরে ভিজেছিল সিঁড়ি

সেই রাত উজিয়ে এখন দিন
পরিচিত রোদ আর দূরে তাকায় না

ছায়া দীর্ঘ হতে হতে দিগন্তে
শহর, শেষ চূড়া পেরিয়ে যাচ্ছে

ক্ষয়ে আসা অক্ষর দাঁড়াল-
প্রস্থানপথের নাম বলে দেবে

পেছন ফিরে দেখুক অমানিশি
নিভাঁজ সুষম আঁধার, ঢেউহীন।

পূর্ববর্তী নিবন্ধমায়া
পরবর্তী নিবন্ধবৃক্ষ পুরাণ