মায়া

কুমকুম দত্ত | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

অশরীরী আমার মায়াকে খুঁজি
এ কেমন মায়া ভেতরে পুষি !
রোজ পরানের গহীনে অহর্নিশ
খুঁজে দিনমান সমস্ত অনুভবে ;

ক্লান্ত অবসন্ন সে নিদারুন ঘুমিয়ে যায়
রাত্রি গভীর হলে পরে ভোর ;
জেগে ওঠে অদেখা আলো ভেতরের
হৃদয় নির্জন অবাক উপাসনালয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলায় করণীয় বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রস্থানপথ