বুড়িশ্চর ইউনিয়নে ১ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ২০২৩২০২৪ অর্থ বছরের জন্য ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৫শ ১২টাকার বাজেট ঘোষনা করা হয়। গত মঙ্গলববার পরিষদের হল রুমে এ উপলক্ষে এক উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সচিব কৌশিক চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান আমির আব্বাস নোমান, হাটহাজারী প্রেস ক্লাব নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল। আলোচনায় অংশ নেন সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭ নং সৈয়দ আবদুল মন্নান, ২ নং ইউপি সদস্য আনোয়ার, ৫নং ইউপি সদস্য মো. নাচির উদ্দিন চৌধুরী, ৮নং ইউপি সদস্য মো. সেলিম, আবদুস সালাম,সাজেদা বেগম, মো. মহিউদ্দিন প্রমুখ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাব ৪৪ লাখ ২৫ হাজার ৭৫, জনগণের সামনে প্রতিষ্ঠানের বাৎসরিক টাকা এবং রাজস্ব ব্যয় ৪৪ লাখ ১৮ হাজার ৬২৭ টাকা। তাছাড়া উন্নয়ন হিসাবে ৭১,৫১,৮৮৫ টাকা ধরা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির পাশে প্রয়াস পরিবার
পরবর্তী নিবন্ধ‘পিসিবি ডিজাইন ও ফেব্রিকেশন’ শীর্ষক কর্মশালা সম্পন্ন