বুদ্ধিজীবীদের স্বপ্ন আজো বাস্তবায়ন হয়নি

বিএনপির আলোচনা সভায় বক্তারা

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধ শেষে বিজয়ের ঊষালগ্নে ১৯৭১ সালের এই দিনে জাতির অনেক কৃতি সন্তানকে শত্রুরা হত্যা করে। দেশের জাতীয় ইতিহাসে এই দিনটি খুবই বেদনা ও শোকাবহ দিন। তিনি বলেন, বুদ্ধিজীবীদের স্বপ্ন আজো বাস্তবায়িত হয়নি। এতে বক্তব্য রাখেন লায়ন হেলাল উদ্দিন, হুমায়ুন কবির আনসার, মো. মোজাম্মেল, মো. শহীদুল আলম শহীদ, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, আবুল কালাম আবু, মুন্নি আক্তার, দিল মোহাম্মদ মঞ্জু প্রমুখ।
মহানগর বিএনপি : মহানগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা আবুল হাশেম বক্করের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসময় তিনি বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আবুল হাশেম বক্কর বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় জীবনে একটি বেদনাময় দিন। মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে হানাদার বাহিনীর দোসররা দেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।
এস এম সাইফুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অ্যাড. আবদুস সাত্তার, অ্যাড. এনামুল হক, সাংবাদিক জাহিদুল করিম কচি, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ইঞ্জিনিয়ার জানে আলম মো. সেলিম, অ্যাড সিরাজুল ইসলাম চৌধুরী, হাসান মুকুল, অ্যাড. নেজাম উদ্দিন খান প্রমুখ।
দক্ষিণ জেলা ছাত্রদল : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে এক সমাবেশ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সিমেনা প্যালেসের সামনে হতে মো. শহীদুল আলমের নেতৃত্বে মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাকেরুল ইসলাম সাকিব, চৌধুরী ওহাব, এরশাদ উল্লাহ, মিজানুর রহমান, আবসার উল্লাহ, মো. পারভেজ মিয়া, সালাহ উদ্দিন জাহেদ, আব্দুর রশিদ, আব্দুল মান্নান রানা, মো. ইসমাইল, মো. তৈয়ব, এনামুল হক সজিব, চৌধুরী মোহাম্মদ আসিফ, আমান উল্লাহ বাবু, ফরহাদ হোসেন আসিফ, নিজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবীদের প্রতি সাবেক মেয়র মনজুর আলমের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে স্বাশিপ চসিক ইউনিটের মতবিনিময়