বীর মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সফল সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম জাফরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর মিসকিন শাহ মাজারে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে দোয়া মাহফিল পরিচালনা করেন মিসকিন শাহ মসজিদের খতিব মাওলানা মো. মুসা।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. মো. শাহদাত হোসেন, মো. সেকান্দর, অধ্যক্ষ খোরশেদ, গাজী সিরাজ, হাজী এমরান, আব্দুল কাদের, ১৮ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. তৈয়ব, সাবেক কাউন্সিলর এ. কে. এম আরিফুল ইসলাম ডিউক, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, জাফর ইকবাল, গোলজার লেদু, আইয়ুব খান, এম পারভেজ, এম এ হালিম, হাছি মিয়া, মো. আরিফ, মো. জাহাঙ্গীর, ফোরকান, মাহবু সিদ্দিক, ওয়াসিম, রাসেল, আওয়াল।

উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৬ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের এই দিনে সিএসসিআর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। মেঝ পুত্র এ. কে. এম. আরিফুল ইসলাম ডিউক তার মৃত্যুপরবর্তী উপ-নির্বাচনে শূন্য আসনে একই এলাকায় কাউন্সিলর নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধ২০০০ পরিবার পেল মেয়রের ঈদ উপহার
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা