বিস্ফোরণের পর ইউক্রেন উপকূলে ডুবল ন্যাটো সদস্য দেশের জাহাজ

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নবম দিনের যুদ্ধের মধ্যে ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর একটি ন্যাটোভুক্ত দেশের মালবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটি ডুবে গেছে বলে এর এস্তোনীয় মালিকরা জানিয়েছেন। খবর বিডি/বাংলানিউজের।
তারা জানান, জাহাজটির দুই জন ক্রু সদস্য জীবনরক্ষাকারী ভেলায় চড়ে সরে পড়তে পারলেও ওই সময় আরও চার জন ক্রু-কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তাদের ছয় জনকেই ইউক্রেইনের উদ্ধারকারী বাহিনী সাগর থেকে তুলে নিয়ে আসে। বিবিসি জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটির মালিক এস্তোনিয়াভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সি। বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের সদস্য। এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে। কয়েকদিন আগে ইউক্রেইনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওদেসার নিকটবর্তী চোরনোমস্ক বন্দর ছাড়ার পর থেকে জাহাজটি দেশটির উপকূলে নোঙ্গর করেছিল।

পূর্ববর্তী নিবন্ধসুলতান উল কবির চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে
পরবর্তী নিবন্ধইউক্রেনে কিলিং মিশনে ৪০০ ‘রুশ গুপ্তঘাতক’!