বিশ্ব জুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৫ পূর্বাহ্ণ

১৬ অক্টোবর ভোর থেকে কয়েক ঘন্টা ডাউন ছিল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এসময় ব্যবহারকারীরা টুইটারে লগইন করতে এবং টুইট করতে পারেনি। তবে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। টুইটার সাপোর্ট টিম জানায়, আপনার মত বহু মানুষই টুইটার ব্যবহার করতে পারছেন না। আমরা এটা ঠিক করার চেষ্টা করছি। তারা আরো জানায়, ইন্টারনাল সিস্টেমে কিছু সমস্যা হয়েছে, সিস্টেম হ্যাক হওয়ার কোনও প্রমাণ নেই। এর আগে রীতিমত গণক্ষোভের মুখোমুখি হয় টুইটার। অসংখ্য মানুষ অভিযোগ করেন টুইটার ব্যবহার করতে পারছেন না বলে। যখনই তারা কোনও মেসেজ পোস্ট করতে যাচ্ছিলেন, দেখাচ্ছিল, উপস, সামথিং ওয়েন্ট রং! নোটিফিকেশন ও মেনশনস ফিডও পাওয়া যাচ্ছিল না।

পূর্ববর্তী নিবন্ধমেসেঞ্জারের নতুন চেহারা আনল ফেসবুক
পরবর্তী নিবন্ধভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই