বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবাধিকার দলিল মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ

মাইজভান্ডারী দর্শন শীর্ষক সভায় ড. ইফতেখার

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবাধিকার দলিল নবী মুহাম্মদ মোস্তফা (স.) বিদায় হজের ভাষণ। দেড় হাজার বছর আগে দেওয়া এ ভাষণে মানবতার মুক্তির এমন কোনো দিক নেই, যার ছোঁয়া এ মূল্যবান ভাষণে লাগেনি। এ ভাষণে নারীর অধিকার সম্পর্কে রাসুল (স.) যে তাৎপর্যপূর্ণ নির্দেশনা দিয়েছেন ইতিহাসে যার কোনো তুলনা নেই। নারীর উপর পুরুষের এবং পুরুষের উপর নারীর হকের কথা বলা হয়েছে। নারীদের কীভাবে সম্মান করতে হবে তার নির্দেশনা রয়েছে। গত ১৯ মার্চ ফটিকছড়ির হারুয়ালছড়িতে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গবেষক শাহেদ আলী চৌধুরী। সঞ্চালনা করেন এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফ। প্রধান আলোচক ছিলেন ড. নিজাম উদ্দিন জামি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন, শফিউল আজিম সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯৪৫ জন মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৪, আহত ৮