বিশ্বাসে নিশ্বাস

পারভীন ফাতেমা | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

রক্ষা নেইকো তোমার ছোবলে
বিশ্বময় মানুষ তোমার কবলে,
কোথা হতে তোমার ঘটলো আগমন
তোমার আতংকে অসহায় জনমন।

তোমার ছোঁয়ায় বাঁচা বড় দায়
কোন অভিশাপ নিয়ে এলে হায়!
বৃদ্ধ, প্রবীণ কিংবা নবীন
সকলেই হলো তোমার পরাধীন।

মনে হয় যেনো জ্বলে পুড়ে যাচ্ছো
সুযোগ পেলেই ফুসফুসে ঘর বাঁধছো,
কবে থামবে ছোবলের গ্রাস?
কবে মিটবে বিশাক্ত এ ত্রাস!

আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি
হার মানবেই তোমার বাড়াবাড়ি,
ওপরে যিনি আমাদের আছেন
তিনি নিশ্চয় নিস্তার দেবেন।

তখন করোনা তুমি হবে অসহায়
স্রষ্টাই হবেন সকলের সহায়,
তাই সকলের প্রতি এই আহ্বান
বিশ্বাসেই যেনো নিশ্বাস
পায় প্রতিটি প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধমহান স্বাধীনতা দিবস
পরবর্তী নিবন্ধএকটি বাংলাদেশ