মহান স্বাধীনতা দিবস

পারভীন আকতার | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

আমি প্রথম রক্ত চিনেছি
ছাব্বিশে মার্চ রাতে,
রক্তের রঙ লাল হয় এতো
জেনেছি সেদিন প্রাতে।

নিথর দেহ নিরপরাধীর
বুকে ঝাঁঝরা গুলি,
বায়ান্নতেও ভাষার মিছিলে
ছিন্ন করেছে কুলি।

স্বদেশ ভূমে আসে ফিরে
অগ্নিঝরা তানে মার্চ,
শহীদ মিনার লাল হয়ে যায়
ওপারেশন লাইট সার্চ।

তিরিশ লক্ষ প্রাণ খুঁইয়ে
সম্ভাবনার এ দেশ,
রুখতে পারেনি ইয়াহিয়া
রাজত্ব হয়েছে শেষ।

মহান এই স্বাধীনতা দিবস
বাঙালির বীরত্ব গাথা,
স্বাধীনতার রজতজয়ন্তীতে
উজ্জ্বল ইতিহাস পাতা।

পূর্ববর্তী নিবন্ধঅনুকাব্য
পরবর্তী নিবন্ধবিশ্বাসে নিশ্বাস