বিশ্বকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান খামেনির ভাগনির

| বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

বিশ্বের দেশগুলোকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভাগনি ফরিদেহ মোরাদখানি। এক ভিডিওবার্তায় তিনি আহ্বান জানান। মোরাদখানি একজন সুপরিচিত অধিকারকর্মী ও প্রকৌশলী। তিনি ইরানে গ্রেপ্তার হওয়ার দুইদিন পর তার এই ভিডিওবার্তা অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোশাকবিধি ঠিকমত না মানার অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলমান বিক্ষোভ তেহরান কর্তৃপক্ষের সহিংস পন্থায় দমনের প্রতিবাদে মোরাদখানি বিশ্বের দেশগুলোকে ওই আহ্বান জানান। খবর বিডিনিউজের।

ভিডিও বিবৃতিতে মোরাদখানি বিশ্বব্যাপী মানুষকে ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে তাদের নিজ নিজ দেশের সরকারকে সম্পর্ক ছিন্ন করা এবং লেনদেন বন্ধ করার আহ্বান জানানোর ডাক দেন। বার্তায় তিনি বলেন, হে মুক্ত মানুষেরা, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সরকারকে একটি খুনি ও শিশু হত্যাকারী শাসকগোষ্ঠীকে সমর্থন করা থেকে বিরত থাকতে বলুন। এই শাসকগোষ্ঠী কোনও ধর্মীয় নীতির অনুগত নয়। তারা কোনও আইন কিংবা নিয়মকানুন জানে না, কেবল বল প্রয়োগ করে যে কোনওভাবে ক্ষমতায় টিকে থাকতে জানে। মোরাদখানির বক্তব্যের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স খামেনির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পায়নি। আয়াতুল্লাহ আলি খামেনির বোনের মেয়ে মোরাদখানি দীর্ঘদিন ধরেই একজন অধিকারকর্মী।

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের কড়া সমালোচনায় শুরু থেকেই সরব ছিলেন তিনি। তার বাবা ইরানের ইসলামিক শাসনের বিরোধী ছিলেন। রাদখানির ভাই মাহমুদ মোরাদখানিও একজন অধিকারকর্মী। ইরানের বর্তমান শাসনব্যবস্থার কট্টর সমালোচক তিনি। মাহমুদ তার বোনের ভিডিও বার্তাটি টুইটারে শেয়ার করেছেন। মোরাদখানি এর আগেও এক দফা গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিন পান। এখন আবার গ্রেপ্তার হওয়ার পর তাকে তেহরানের এভিন কারাগারে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.০২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে দু’ভাইসহ ৪ ফিলিস্তিনি নিহত