বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে অর্কেস্ট্রার সভা

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

অর্কেস্ট্রা ইন্টিগ্রেটেড সেন্টার ফর চিল্ড্রেন উইথ স্পেশাল নিডস, সুগন্ধা আবাসিক এলাকা চট্টগ্রামের উদ্যোগে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে আলোচনার বিষয় ছিল : ADL এবং চplay Skill। এখানে বিশেষ অতিথি ছিলেন কনসালট্যান্ট অকুপেশনাল থেরাপিস্ট অনিমা দাশ নুপুর, কাউন্সিলর ও সাইকোলজিস্ট মর্জিনা আক্তার পান্না।

প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রোকেয়া বেগম (প্রাক্তন বিভাগীয় প্রধানবাংলা বিভাগ, এনায়েতবাজার সরকারী মহিলা কলেজ)। উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট উম্মে আয়মন। সভাপতিত্ব করেন অর্কেস্ট্রার প্রেসিডেন্ট শিরীন বেগম।

এখানে আরো উপস্থিত ছিলেন ডা. শাফিয়া আলম, ডা. সুমিস্টা বড়ুয়া, ডা. আলমগীর সোয়েব, ডা. মিনহাজুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার রুহুক আলম মিয়া, ড্রীম স্টার অটিজম একাডেমীর শিক্ষকগন, টারকিশ হোপ স্কুলের শিক্ষক ফারহানা হাসনাত এবং নিউট্রিশনিস্ট শারমিন আকতার প্রমুখ।

অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নের জন্য এই অনুষ্ঠান সমাজে অবদান রাখবে আশা ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে চায় কর্নাটক সরকার
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের বস্ত্র বিতরণ