বিশুদ্ধ পানি নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাবেক মেয়র এম. মনজুর আলম

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

মাটির নিচের পানির স্তর ক্রমশ নিচে যাওয়ায় এবং চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ সমস্যা দেখা দেয়ার পর সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম গত দুই সপ্তাহ যাবত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভাউচারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছেন। এ কর্মসূচির আওতায় গতকাল নগরীর ৩৬ ও ৩৭নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। পানি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক মেয়র এম. মনজুর আলমের পক্ষে তাঁর পুত্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম বলেন, মানবতার সেবক আমার পিতা এম. মনজুর আলম বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মানুষের পানির চাহিদা পূরণে আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের ঘরে ঘরে পানি পৌঁছে দিতে। আমি পিতার পক্ষে বিশুদ্ধ পানি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যাতে মানুষ শান্তি ও স্বস্থি পায়। পানি বিতরণ কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সমাজের নানা শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধ১৯ মে’র সমাবেশ নিয়ে উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা