পোর্ট সিটি ইউনিভার্সিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণের অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্য রেখে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি পরিবার। এ উপলক্ষে এক বার্তায় পানিসম্পদ উপমন্ত্রী এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি এবং ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকশিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তাকর্মচারীদের শুভেচ্ছা জানান।

গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম থেকেই আমরা মেধাবী শিক্ষক নিয়োগ, আধুনিক সিলেবাস অনুসরণ, আধুনিক ল্যাব এবং লাইব্রেরি প্রতিষ্ঠার দিকে জোর দিয়েছি। শিক্ষার আধুনিকায়ন এবং মান নিশ্চিতকরণে কঠোর নজরদারির কারণে পোর্ট সিটি ইউনিভার্সিটি মাত্র টেকসই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর এস এম ওসমান গণি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বার সেমিনার
পরবর্তী নিবন্ধবিশুদ্ধ পানি নিয়ে মানুষের দ্বারে দ্বারে সাবেক মেয়র এম. মনজুর আলম