চিটাগাং উইম্যান চেম্বার সেমিনার

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশন এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বুধবার উইম্যান চেম্বারের সেমিনার হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঋরহধহপরধষ খরঃবৎধপু ভড়ৎ ডড়সবহ ঊহঃবৎঢ়ৎবহবঁৎং শীর্ষক সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনে প্রোগ্রাম ডেভেলপমেন্টের পরিচালক এ্যানি ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ইজলাল মঈন হুসাইন, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজর মো. নাজমুল ইসলাম। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী তুহিনা আক্তার ও নূজহাত নূয়েরী কৃষ্টি। দিনব্যাপী সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের আঞ্চলিক হেড অব এসএমই ব্যাংকিং এ.এইচ.এম মিজানুর রহমান এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক রুমানা হায়াত। সেমিনারে প্রায় ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধইন্দ্রপুল লবণ শিল্প এলাকাকে আধুনিক শিল্প নগরীতে রূপ দেয়া হবে
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন