বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

মুজাফরাবাদ এন. জে স্কুল

পটিয়া মুজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার স্কুল হলরুমে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সাইফুল আলম।

প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আহমদ নবী, জসীম উদ্দীন, এনামুল হক, রিদুয়ান কাদের খান, আসিফ হাসান, হুমায়ুন কাউসার আসাদ, শান্তনু বাপ্পী, মুহাম্মদ খোরশেদ, মিসবাউল করিম ইরাজ, রাকিব হাসান হৃদয়, পাবন, রিপন প্রমুখ।পরে বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়

রাউজান কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ, শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা, পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনছারুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।

উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী কাঞ্চন দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, ইউপি সদস্য চম্পক মিত্র, সাংবাদিক যীশু সেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দীন। শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দির দ্বৈত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রফেসর শহীদুল্লাহ কুতুবী, প্রধান শিক্ষক সনজিত নন্দী, ডা. রাজু দে, আবু তালেব, সৈয়দা হারীম আহম্মদ, শিক্ষিকা রূম্পী চৌধুরী প্রমুখ। সম্মাননা স্মারক গ্রহণ করেন শিক্ষিকা রূম্পী চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা সোমা কানুনগো। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রূম্পী চৌধুরী। বক্তারা বলেন,শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

আনোয়ারার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়

আনোয়ারা প্রতিনিধি জানান,আনোয়ারার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ গত ৭ ফেব্রুয়ারি বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী চেয়ারম্যান এস এম মঈন উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মাসুম। বিশেষ অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজন। উপস্থিত ছিলেন মো. হারুনুর রশিদ, আব্দুর রহিম, নাসির উদ্দিন সিকদার, মো. শফিউল আলম নুরী, মো. শাহাদাত হোসেন, রওশন আরা বেগম লাকী, দেবাশীষ তালুকদার, এয়ার মোহাম্মদ, শিল্পী রানী দাশ প্রমুখ। শেষে বিদায়ী পরীক্ষার্থীদের ও নবীন শিক্ষার্থীদের মানপত্র ও পুষ্পমাল্য প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমানবিক কার্যক্রমে গাউছিয়া কমিটির অবদান প্রশংসনীয়