সীতাকুণ্ডে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার তিন ডাকাতকে ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার গভীররাতে উপজেলার বারৈয়ারঢালা ও সলিমপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার নুরুল আলমের পুত্র মো. রমজান আরী (২৩), একই ইউনিয়নের শীতলপুর বত্তারপাড়া এলাকার হায়দার আলীর পুত্র সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫) ও ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার মো.সিদ্দিকের পুত্র আশরাফুল হাসান ওরফে শাওন (২৪)

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতের অবস্থানের খবর পেয়ে গভীর রাতে পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বারৈয়ারঢালা ইউনিয়ন এলাকা থেকে ডাকাত রমজান ও সাইদুলকে এবং সলিমপুর ইউনিয়নের মহাসড়কের ফৌজদারহাট এলাকা থেকে ডাকাত শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজিরি ছবুরিয়া তৈয়বিয়া নুরানী মাদরাসার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা