বিপ্লবী

বিজয় কুমার ধর | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

আজ প্রতিবাদ শব্দ থেকে

প্রত্যয় না হয় বাদই দিলাম,

এই সাত সকালে প্রকৃতির প্রতি

অবনত আমি সৃষ্টির পূজারী।

মাঝ আকাশের উতপ্ত দুপুরে

অবগত আমি শির উঁচিয়ে

ঘাম ঝরিয়েও হবে না লাভ

আগুন শাসনের রাজা সূর্যকে শাসিয়ে।

তবুও তাকিয়ে রয় সোনালী আভায়

অস্তমিত শাসকের অবসান হবে

স্নিগ্ধ সন্ধ্যার শান্তির পরশে।

শৃঙ্খলার বাতি জালায় ধমকের সুরে

কথা কেন শোনে না নস্যি শিশু

সৃষ্টি থেকেই অবিরাম দুরন্তপনায়

মানে না জগতের অমোঘ নিয়মের কোনো কিছু।

অবশেষে এলো প্রত্যাশিত অন্ধকারের রাত

সভ্য সমাজে গ্রহণ ধরেছে আবার।

আর একবারের পরাজয়ে প্রাপ্তি

পরাধীনতার শেকল ভেঙে

মানবজাতি স্বাধীনতা এনেছে বারবার।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় জীবন
পরবর্তী নিবন্ধএকজন চিত্রশিল্পীকে