বিপ্লবী অমর সেনকে স্মরণ

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুশীলন দলের সদস্য ও পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) চট্টগ্রাম অঞ্চলের প্রতিষ্ঠাকালীন সংগঠক, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক অমর সেনের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে ফতেয়াবাদ গ্রামে তার পারিবারিক শ্মশানে স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শোষণ-নিপীড়ন, উপনিবেশবাদ, সামপ্রদায়িকতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন একজন রাজনীতিক ছিলেন অমর সেন।
স্থানীয় সিপিবি নেতা আশীষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অমৃত বড়ুয়া, ত্রিদিব রায় ও তড়িৎ কান্তি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী নজির ভান্ডার দরবারে ওরশ কাল
পরবর্তী নিবন্ধবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদ চর্চা ছড়িয়ে দিতে হবে