বিপ্লবীদের রক্তের ধারাবাহিকতায় এসেছে বাংলার স্বাধীনতা

প্রীতিলতা ট্রাস্টের অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

বীরকন্যা প্রীতিলতাসহ বিপ্লবীদের রক্তের ধারাবাহিকতায় এসেছে বাংলার স্বাধীনতা। বিপ্লবীদের যোগ্য উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না বলেও মন্তব্য করেন বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টের সমাপনী অনুষ্ঠানে গতকাল বৃক্ষরোপণ এবং ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়। এই উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ১০ নম্বর ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটন, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেব দুলাল ভৌমিক।
মাস্টার প্রবোদ রায় চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা বিশ্বজিৎ দেব বাবু, মুক্তধারা টেকনোলজির সিইও পার্থ প্রতীম দাশ, অধ্যাপক সুজিত বরণ চৌধুরী, শিক্ষক রঘুনাথ চক্রবর্তী, গৌতম চৌধুরী, শিক্ষিকা কৃঞ্চা চক্রবর্তী, রূপক চক্রবর্তী, জহলাল দত্ত, রটন্তী চক্রবর্তী, সুকান্ত নাথ, শুভ নন্দী, মঞ্জুশ্রী রায়, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, শুল্কা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে শতাধিক শিশুর মাঝে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে দুর্ঘটনায় পিডিবি শাটল ট্রেন
পরবর্তী নিবন্ধখুলশী থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন