দোহাজারীতে দুর্ঘটনায় পিডিবি শাটল ট্রেন

৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২১ অপরাহ্ণ

দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে তেল দিয়ে ফেরত আসার পথে পটিয়ার ধলঘাট-খানমোহনা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে পিডিবির একটি শাটল ট্রেন। এ সময় ট্রেনের ফ্রন্ট ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার বেলা ২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত আজাদীকে জানান, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল দিয়ে চট্টগ্রামে খালি গাড়িটি আসার পথে ফ্রন্ট ট্রলির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রলিটি উদ্ধারের জন্য হাইড্রোলিক পুল ভ্যান দিয়ে ট্রলির ৪ চাকা উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা চট্টগ্রামকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরগুলোতে শিগগির পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার
পরবর্তী নিবন্ধবিপ্লবীদের রক্তের ধারাবাহিকতায় এসেছে বাংলার স্বাধীনতা