বিপিসির প্রধান কার্যালয় নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে

কর্মকর্তাদের সাথে বৈঠকে নতুন চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন নতুন পদায়িত চেয়ারম্যান এবিএম আজাদ। গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর সল্টগোলাস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিপিসির চলমান ও ভবিষ্যত কার্যক্রম নিয়ে চেয়ারম্যানকে অবহিত করা হয়। এসময় চেয়ারম্যান বলেন, পেট্রোলিয়াম কর্পোরেশন দেশের জ্বালানির সংস্থান করে থাকে। তেল আমদানি ও বিপণন করার মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার মতো রাজস্ব দেওয়া হয় সরকারি কোষাগারে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির একটি প্রধান কার্যালয় না থাকা দুঃখজনক। তাই বিপিসির প্রধান কার্যালয় নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য আমি কাজ করবো। তাছাড়া বিপিসিতে যে জনবল সমস্যা রয়েছে, তাও সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া চলমান প্রকল্পগুলো সময়মতো শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহদী হাসান, পরিচালক (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, উর্ধ্বতম মহাব্যবস্থাপক (নিরীক্ষা) ইউসুফ হোসেন ভূঁইয়া, মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুস্তফা কুদরুত-ই-ইলাহী, মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম, মহাব্যবস্থাপক (বন্টন ও বিপণন) আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক (অর্থ) মণি লাল দাশ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী রাশেদ কাউছার, ডিজিএম (সাধারণ কর্মশাখা) কাজী মো. শহীদুর রহমান, ডিজিএম (বন্টন ও বিপণন) মোরশেদ হোসাইন আজাদ, ডিজিএম (প্রশাসন ও সংস্থাপন) ফেরদৌসী মাসুম হিমেল, ডিজিএম (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা বাওয়ার মোবাশ্বেরা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপাহাড় ধসে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাঙামাটিতে সভা