পাহাড় ধসে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাঙামাটিতে সভা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

পাহাড় ধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটিতে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। রোববার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, নিরাপত্তা বাহিনী, সড়ক জনপথ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, পৌরসভা, স্কাউটসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় দুর্যোগ দেখা দিলে সরকারি প্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ছুটি না দেয়ার নির্দেশ দেয়া হয়। সভায় বলা হয় প্রতি বছর বর্ষায় বৃষ্টি হলে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। সতর্কতার অভাবে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে। একটু সতর্কতা অবলম্বন করলে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির প্রধান কার্যালয় নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে
পরবর্তী নিবন্ধএক কোটি ৩১ লাখ টাকা বকেয়া পৌরকর আদায়