এক কোটি ৩১ লাখ টাকা বকেয়া পৌরকর আদায়

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৯০৭ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির রাজস্ব সার্কেল ৭ ও ৮ এর নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাত প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ওয়াসা মোড়, কাজির দেউরী ও এনায়েত বাজার এলাকা থেকে বকেয়া পৌরকর আদায় করা হয় এক কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা। এছাড়া ইপিজেড এলাকা থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাঙামাটিতে সভা
পরবর্তী নিবন্ধজহিরুল আলম চৌধুরী