বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

দেশের ক্রিকেটের সবচাইতে জমজমাট এবং আকর্ষনীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আগামী ২০ জানুয়ারি। তা আগেই ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা যায় বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। আজ অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। বেলা ১২ টায় ঢাকা রেডিসন হোটেলে অনুষ্ঠিত হবে এই ড্রাফট। যেখানে এবারের বিপিএলে অংশ নেওয়া দল গুলো তাদের পছন্দমত ক্রিকেটার দলে ভেড়াবেন। এবারের বিপিএলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা এবং খুলনা অংশ নিচ্ছে। এবারের বিপিএলে মোচ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। এরই মধ্যে বিপিএলের চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। আর রানার্স আপ দলকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা প্রাইজমানি। তবে সবার আগে আজ অংশ গ্রহণকারী দল সমুহ তাদের শক্তি সংগ্রহ করবে প্লেয়ার্স ড্রাফট থেকে। এখন দেখার বিষয় কোন দল কতটা শক্তি সঞ্চয় করতে পারে।
যদিও এরই মধ্যে মুশফিক, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে ছয়টি ড্রাফটের আগে নিজেদের করে নিয়েছে। আজ ড্রাফট থেকে বাকি শক্তি সঞ্চয় করবে দল গুলো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সপ্তাহ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে সন্দ্বীপ ও মিরসরাই উপজেলা