সেমিফাইনালে সন্দ্বীপ ও মিরসরাই উপজেলা

কনফিডেন্স সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা (অনূর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সন্দ্বীপ এবং মিরসরাই উপজেলা। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সন্দ্বীপ উপজেলা বড়ো ব্যবধানে রাউজান উপজেলাকে পরাজিত করে। অর্ধ ডজন গোল হজম করে রাউজান উপজেলা। এছাড়া চতুর্থ কোয়ার্টার ফাইনালে মিরসরাই টাইব্রেকারে ফটিকছড়ি উপজেলাকে পরাজিত করে। এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সন্দ্বীপ ৬-৩ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে। এদিন রাউজানের বিপক্ষে সন্দ্বীপ চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। আক্রমণের সাথে সাথে গোল আদায় করার সামর্থ্য সন্দ্বীপকে ক্রমশ এগিয়ে দেয়। রাউজান মাঝে মাঝে আক্রমনে উঠলেও তা থেকে বেশি গোল আদায় করতে পারেনি। সন্দ্বীপের রক্ষণভাগ তাদের অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দেয়। পরিকল্পনামাফিক খেলতে পারেনি রাউজান উপজেলা। এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল সন্দ্বীপের রবিউল মাওলা রকির অনবদ্য হ্যাট্রিক। রকির আক্রমনে গোল করার চেষ্টা সবার নজর কাড়ে। সন্দ্বীপের রকি ৩টি,মুহাম্মদ সাদিপা ২টি এবং মো. ফাহাদ ১টি গোল করেন। অন্যদিকে পরাজিত রাউজান উপজেলার পক্ষে মো. নাছির উদ্দিন এবং আদিত্য রুদ্র গোল করেন। বিজয়ী সন্দ্বীপ উপজেলা আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৩টায় সেমিফাইনালে লোহাগাড়া উপজেলার মুখোমুখি হবে। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সন্দ্বীপ উপজেলার রবিউল মাওলা রকি। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ। দিনের অপর খেলায় মিরসরাই উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলে ফটিকছড়ি উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গড়ায়। এই দু’দলের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। গোলের খুব একটা সুযোগ সৃষ্টি করতে পারেনি দু’দল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে গোল পায় মিরসরাই উপজেলা। দলের আবদুল্লাহ আল নোমান গোল করে দলকে এগিয়ে রাখেন। খেলার অন্তিম মুহূর্তে গোল শোধ করে দেয় ফটিকছড়ি। এ সময় ঘন ঘন আক্রমনে উঠে ফটিকছড়ি। তেমন একটি থেকে রায়হান মাহমুদ রোকন গোল করে খেলায় সমতা আনেন। ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে রেফারী টাইব্রেকারে খেলা মিমাংসা করেন। এতে মিরসরাই ৪-৩ গোলে ফটিকছড়িকে হারায়। টাইব্রেকারে বিজয়ী মিসরাইয়ের পক্ষে মেহেদী হাসান, মেহেদী হাসান ছাইফ, আবদুল্লাহ আল নোমান এবং মো. রিয়াজ গোল করতে সমর্থ হন। অন্যদিকে ফটিকছড়ি দলের পক্ষে আজিজুল হাকিম, মিসকাত মামুন মাহি এবং ওমর ফারুক মুবিন গোল পান। বিজয়ী মিরসরাই উপজেলা আগামী ২৮ ডিসেম্বর বিকাল ৪.৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে বোয়ালখালী উপজেলার মুখোমুখি হবে।
এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফটিকছড়ি উপজেলার মো. আজিজুল হাকিম। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য এ.কে.এম আবদুল হান্নান আকবর।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৮.১৮ কোটি টাকা