বিনোদন ও শিশুতোষ পাতা একসাথে কেন?

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

শিশুরা কোমলমতি। তাদের পড়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন পত্রিকায় নিয়মিত বা সাপ্তাহিক ভাবে প্রকাশিত হয় শিশুতোষ পাতা। এসব পাতায় শিশুদের উপযোগী ছড়া-কবিতা, গল্প, কার্টুন প্রভৃতি ছাপা হয়। ইদানীং দেখা যাচ্ছে পত্রিকায় প্রাপ্ত বয়স্কদের জন্য ছাপা হওয়া বিনোদন পাতার নিচে শিশুদের পাতা ছাপা হচ্ছে। একজন কোমলমতি শিশু যদি এসব শিশুতোষ পাতা পড়তে চায় তাহলে তার অবশ্যই বিনোদন পাতার দৃশ্যগুলোতে চোখ পড়বে। কিন্তু বিনোদন পাতায় ছাপা হওয়া এসব ছবি দেখে কোমলমতি শিশুর মনে কিরূপ ধারণা আসবে তা কি একবার চিন্তা করা যায়? তাহলে কেন এসব ছবির সাথে একই পাতায় শিশুতোষ পাতা ছাপাতে হবে? না ছাপালেই বা কী হয়! অথবা বিনোদন পাতা ছাড়া অন্য কোনো পাতায় ছাপানো যায় না? আশা করছি পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে কোমলমতি শিশুদের বিরূপ চিন্তা ভাবনার হাত থেকে রক্ষা করবে।

মো: জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, মিরসরাই
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী মাস্টার : শিক্ষা আর সমাজ সেবায় অনন্য পথিকৃৎ
পরবর্তী নিবন্ধমা কে যেভাবে দেখেছি